গাংনীর আকছার আলীর বাড়িতে আগুন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌরসভাধীন ওলিপাড়ার আকছার আলীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাড়িতে কেউ না থাকার সুযোগে আগুনের ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে পাড়ার আবুল খয়েরেকে মারধরের অভিযোগে আকছার আলী ও তার ছেলে রিপন হোসেনের নামে থানায় মামলা হয়। গ্রেফতার এড়াতে পিতাপুত্রসহ বাড়ির লোকজন গঢাকা দেয়। এ সুযোগে শনিবার রাতে বাড়ির বারাদ্দায় কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বারাদ্দায় ঝুলানো ফ্যান ভাঙচুর করা হয়। আগুনে তার খাট ও কাপড়-চোপড়সহ আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করায় ঘরের জিনিসপত্রগুলো রক্ষা পায়। পরবর্তীতে মঙ্গলবার পরিবারের নারী সদস্যরা বাড়ি ফিরে আগুনের বিষয়টি জানতে পারেন। আগুনের বিষয়ে আকছার আলী ও তার পরিবারের সদস্যদের অভিযোগের আবুল খয়েরের লোকজনের ওপর। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। কারা কিভাবে আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত নয় পুলিশ। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।