বেগমপুর প্রতিনিধি: পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার নামে চুয়াডাঙ্গার কোটালী গ্রামের দর্শনাপাড়ার ৫১ জন গ্রাহকের নিকট থেকে উপজেলা চেয়ারম্যানের নাম করে প্রায় ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে গ্রামের সইরদ্দীনের বিরুদ্ধে। সম্প্রতি নিজ উদ্যোগে ৪ জন গ্রাহক তাদের বাড়িতে বিদ্যুত সংযোগ নিতে গেলে সইরদ্দীন ক্ষিপ্ত হয়ে মহিলাসহ ৪ জনকে পিটিয়ে আহত করে। আবার অনেকেই টাকা দিয়ে এখন পর্যন্ত বিদ্যুত সংযোগ পাননি বলেও বিস্তর অভিযোগ রয়েছে।
অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালী গ্রামের সাবদারের ছেলে সইরদ্দীন দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের নাম ভাঙিয়ে বিভিন্ন তদবির করে আসছে। নতুন সংযোগ দেয়ার নাম করে গ্রামের ৫১ জন গ্রাহকের নিকট থেকে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। গত শনিবার সকাল ১০টার দিকে গ্রামের ৪ জন গ্রাহক তাদের নিজ উদ্যোগে বিদ্যুত সংযোগ নিতে গেলে বাঁধ সাধে সইরুদ্দীন ও তার ছেলে শরিফুল ইসলাম। বিদ্যুত সংযোগ দিতে আসা পল্লী বিদ্যুতের লাইনম্যানদের প্রতি চড়াও হয় পিতা-পুত্র। এর প্রতিবাদ করতে এলে গ্রামের রফিকের ছেলে আসলাম, সিরাজুল, সামসুন্নাহার ও মমতাজকে পিটিয়ে আহত করে। গ্রামবাসীর অভিযোগ, সইরুদ্দীন উপজেলা চেয়ারম্যানের নাম ভাঙিয়ে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নিলেও ক্ষমতাসীন দলের লোক হওয়ায় তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যানের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে অভিযুক্ত সইরুদ্দিন জানান, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন।