দামুড়হুদার দর্শনায় মোটরসাইকেলের গতিরোধ করে তিনজনকে মারধর

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দর্শনা হাজি সুপার মার্কেটের ব্যবসায়ী সাইদসহ ৩ জনকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করা হয়েছে। মেরে দু লক্ষাধিক টাকা ও দুটি মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তারা। আহতরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ ঘটনায় আহত সাইদ বাদী হয়ে দামুড়হুদা থানায় ৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা পুরাতন বাজার সংলগ্ন ঘুঘুডাঙ্গা নামক স্থানে ওই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা হাজি সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মদনা দক্ষিণপাড়ার হাজি মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে সাইদুর রহমান সাইদ (৩২), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তোতা মিয়া (৩৫) এবং উত্তরপাড়ার মোজাম্মেল হকের ছেলে আজিজুল হক (৩০) গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনাস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে দর্শনা পুরাতন বাজার সংলগ্ন ঘুঘুডাঙ্গা নামক স্থানে পৌছুলে পেছন থেকে ৩টি মোটরসাইকেলযোগে ৯ জন তাদের পথরোধ করে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আহত সাইদের কাছ থেকে ১ লাখ ৯৬ হাজার টাকা ও একটি ফোরএস আই ফোন এবং তোতার কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা এবং একটি সিম্ফনি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহতরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। পরে রাত ১২টার দিকে আহত সাইদ বাদী হয়ে উপজেলার জিরাট গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আকতার হোসেন, একই গ্রামের মৃত গাজীউর রহমানের ছেলে মোজাফফর, রুবেল, শুকুর আলীর ছেলে আশরাফ আলী, আব্বাসের ছেলে এখলাস, ইবাতদের ছেলে আবাবিল, চাঁদ আলীর ছেলে শান্ত এবং হামিদুলের ছেলে রিপন এই ৯ জনের নামে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্ত আক্তার হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনাটি সম্পন্ন সাজানো নাটক। তিনি আরও বলেন, আসন্ন পারকৃষ্ণপুর-মদনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই সংক্রান্ত গত ২০ ফেব্রুয়ারি বর্ধিত সভায় ওই সাইদ আমাকে গালাগালি করে এবং আমাকে অপমান করে মিটিং থেকে বের করে দেয়ার কথা বলে। গতকাল সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে সাইদের সাথে দেখা হলে আমি ওই মিটিঙের বিষয়ে তাকে জিজ্ঞাসা করতেই সে আমার সাথে কথা কাটাকাটি শুরু করে। এরই এক পর্যায়ে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে পুনরায় গালাগালি দিলে আমার লোকজন তাকে কিলঘুষি মেরে আহত করে। ছিনতাইয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।