স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার মোড়ভাঙা গ্রামের দেড় বছর বয়সী এক কন্যাসন্তান ফাতেমা খাতুন আগুনে ঝলসে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় আগুনে ঝলসে যায় বলে জানিয়েছেন তার মা বৃষ্টি খাতুন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনে ঝলসে যাওয়া ফাতেমা খাতুন চুয়াডাঙ্গা আলমডাঙ্গা হাটবোয়ালিয়ার মোড়ভাঙ্গা গ্রামের সুজন আলীর মেয়ে। দুপুর ১২টার দিকে একটি ঘরে ঘুমিয়ে ছিলো। পরিবারের সদস্যরা নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত, এমন সময় শিশুর চিৎকারে পাশের ঘর থেকে ছুটে আসে মা বৃষ্টিসহ নিকটজনেরা। দেখে আগুনে এক পাশ ঝলসে গেছে। আগুন জ্বলছে।
কীভাবে শিশুর বিছানায় আগুন লাগলো? স্পষ্ট জবাব মেলেনি। শিশু আমেনার মা বৃষ্টি খাতুন বলেছেন, সম্ভব্যত বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন ধরেছে।