পঞ্চগড়ে পুরোহিত হত্যার দায় স্বীকার আইএস’র

স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সন্তগৌড়িয়া মঠে দুর্বৃত্তদের হামলায় নিহত পুরোহিত যোগেশ্বর রায় হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে এই দায় স্বীকার করা হয়েছে বলে একটি বার্তা সংস্থার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গতকাল রোববার সকাল সাতটার দিকে মোটরসাইকেলে করে গিয়ে কয়েকজন দুর্বৃত্ত যোগেশ্বর রায়কে (৫০) গলা কেটে খুন করে। একই সময়ে গোপাল চন্দ্র রায় (৩৫) নামের এক সাধুকে গুলি করা হয়। তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দুর্বৃত্তদের হামলায় আহত হন মঠের পাশের এলাকার নিতাই পদ দাস (৪০) নামের একজন। তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
একটি প্রতিবেদনে বলা হয়, খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস। এর আগে বাংলাদেশে জাপানি ও ইতালীয় নাগরিক হত্যাসহ বেশ কিছু হামলার দায়ও স্বীকার করে বিবৃতিতে দিয়েছিলো আইএস। বাংলাদেশ সরকার দেশে আইএস’র উপস্থিতির কথা বারবার নাকচ করে আসছে।