চুয়াডাঙ্গায় এডিসি পরিচয় দিয়ে স্বাস্থ্যমন্ত্রীর নামে চেয়ারম্যানের কাছে প্রতারকের চাঁদা দাবি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এডিসি পরিচয় দিয়ে স্বাস্থ্যমন্ত্রীর নামে চাঁদা চেয়ে বিভিন্ন চেয়ারম্যানের কাছে ফোন করছে একটি চক্র। বেশ কয়েকদিন ধরে এ ধরনের প্রতারণার জাল বিস্তার করেছে চক্রটি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা প্রতারণার ফাঁদে পা না দিতে।

জানা গেছে, কয়েকজন ইউপি চেয়ারম্যানের কাছে মোবাইলফোনে চাঁদা চেয়ে ফোন করে একটি চক্র। গতকাল বৃহস্পতিবার একই কায়দায় ০১৭১৪০৭৫৮৩৮ নম্বর মোবাইল থেকে কল করা হয় দামুড়হুদার জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীর কাছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রাজ্জাকের পরিচয় ব্যবহার করে চেয়ারম্যান ইদ্রিস আলীকে বলা হয়, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির কাজের মেয়ের বাড়ি চুয়াডাঙ্গায়। তার মা ঢাকায় মারা গেছে। আঞ্জুমান মফিদুল ইসলামের তত্ত্ববধানে দাফনের জন্য এখনই ২৪ হাজার ৭৭৫ টাকা বিকাশ করে দিন। মোবাইলে আরও বলা হয়, স্বাস্থ্যমন্ত্রীর পিএ আপনাকে বারবার ফোন করে না পেয়ে আমাকে জানিয়েছে। তাই এডিসি হিসেবে আপনাকে জানালাম। এ ঘটনার পর চেয়ারম্যান ইদ্রিস আলী বিষয়টি সঠিক কি না তা জানতে চান জেলা প্রশাসকের সিএ মাহতাব উদ্দিনের কাছে। তখনই প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। মাহতাব উদ্দিন বলেন একটি চক্র বেশ কিছুদিন ধরে এ ধরনের প্রতারণার ফাঁদ পেতেছে।

Leave a comment