চুয়াডাঙ্গায় জাতীয় কবি নজরুল সম্মেলন আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় কবি নজরুল সম্মেলন আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন ডা. পীতাম্বর রায় ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম, এনএসআই’র উপ-পরিচালক আবু জাফর ইকবাল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার পাল, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্পাদক আব্দুস সালাম তারা, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি রবিউল হোসেন প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চুয়াডাঙ্গা কার্পাসডাঙ্গায় কিছুদিন অবস্থান করেছিলেন। তার অবস্থান করা বাড়িটি আজও স্মৃতি হয়ে আছে। জাতীয় কবি নজরুল সম্মেলন সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে। এছাড়া সম্মেলনকে ঘিরে বিভিন্ন কর্মসূচির পৃথক কমিটি গঠন এবং তা বাস্তবায়ন করার নির্দেশ দেন তিনি।