প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন। সেই স্টেডিয়ামগুলোতে স্কুল-কলেজের ছেলে-মেয়েরাই বেশি খেলাধুলা অনুশীলন করতে পারবে। গতকাল বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের পুরস্কার বিতরণ করতে এসে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু গোল্ডকাপে ৬৩,৫০৯টি এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে ৬৩,৪৩১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। আমি জানি না পৃথিবীর কোনো দেশে এতো বিশাল খেলা হয় কি-না।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কক্সবাজারের পেকুয়ার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবলে ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন এক লাখ এবং রানারআপ ৭৫ হাজার টাকা পায়। খেলোয়াড়দের অর্থ পুরস্কার দেয়া হয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে উত্সবমুখর পরিবেশে দুপুরে ছেলেদের ফাইনাল অনুষ্ঠিত হয়। এরপর মেয়েদের ফাইনালের আগে সংস্কৃতি নিয়ে মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। ফাইনাল খেলায় নিজ নিজ স্কুলের পক্ষে সমর্থন দেয়ার জন্য ছাত্র-ছাত্রীরা স্টেডিয়ামে এসেছিলো। পরিপূর্ণ ছিলো স্টেডিয়াম।