হরিণাকুণ্ডুতে এইড ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা খাতে সেবা দাতা-গ্রহিতার ব্যতিক্রমী কমিউনিটি স্কোরিং অনুষ্ঠিত

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: গত শনি ও রোববার হরিণাকুণ্ডুতে এইড ফাউন্ডেশনের ড্রিম প্রকল্পের আওতায় সমাজের অধিকার বঞ্ছিত প্রান্তিক জনগোষ্ঠী স্বাস্থ্য সেবাখাতের কার্যক্রমে অংশ গ্রহণকারী দাতা-গ্রহিতার সন্তুষ্টি অর্জন বিষয়ক ব্যতিক্রমী কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার ফলসী ইউনিয়নের কুলবাড়িয়া কমিউনিটি ক্লিনিকে দু দিন ধরে পরিচালিত কার্যক্রমের প্রথম দিন সেবা গ্রহণকারী সাধারণ নাগরিকগণ কমিউনিটি ক্লিনিক থেকে যে সকল সেবা পেয়ে থাকে এ বিষয়ে তাদের সন্তুষ্টি এবং সেবা প্রদানকারী কর্তৃপক্ষ সেবাদান করে কতোটা আত্মতৃপ্তি লাভ করে উভয় বিষয়ের মূল্যায়ন করা হয়। দ্বিতীয় দিনে সংশ্লিষ্ট এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য সেবাকে দরিদ্র বান্ধব এবং আরো অধিকতর উন্নত করার জন্য জবাবদিহিতা মূলক দাতা-গ্রহিতার ব্যতিক্রমী কমিউনিটি স্কোরিং অনুষ্ঠিত হয়। উভয় কর্তৃপক্ষ একত্রে বসে সেবা কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ে উন্নত করণের লক্ষ্যে একটি বার্র্ষিক কর্ম পরিকল্পনা গ্রহণ করে। কমিউনিটি স্কোরিং ও বার্ষিক কর্ম পরিকল্পনা গ্রহণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিকবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিউল হাসান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সিরাজুল ইসলাম, ড্রিম প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী নাসির উদ্দিন বিশ্বাস, সংস্থার এফও মনু মিয়া, নাজনীন সুলতানা প্রমুখ। ব্যতিক্রমী এ কার্যক্রমের মাধ্যমে সমাজের দরিদ্র জনগোষ্ঠী নিজেদের অধিকার সচেতন হতে পারায় তাদের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে।