মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার-১ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন গুরুতর অসুস্থ হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নীরিক্ষা শেষে ডায়বেটিস, হার্টব্লক, প্রসাব ইনফেকশন ও টায়ফয়েড রোগ ধরা পড়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাসপাতালের কর্তব্য চিকিৎসক ড. খায়রুজ্জামান পিনু বলেন, রোগীর অবস্থা ভালো নয়। কিছু দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন দেশবাসীর কাছে তার রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।