স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া নিলার মোড়ে অবস্থিত ঝিলিক কিন্ডারগার্টেনের বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এসব অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ উম্মে হাবীবা হীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেল সুপার আনোয়ারুজ্জামান ও সাবেক পৌর মেয়র জেলা বিএনপি নেতা অহিদুল ইসলাম বিশ্বাস। সহকারী শিক্ষিকা সোনিয়া খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক প্রথম আলো’র চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, ২নং ওয়ার্ডের কাউন্সিলর খোকন মুন্সি, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিনা আক্তার রুবিসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝিলিক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা উম্মে হাবিবা হীরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র জেলা বিএনপি নেতা অহিদুল ইসলাম বিশ্বাস ও এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু পড়াশুনা নয়, পাশাপাশি পর্যাপ্ত খেলাধুলা করাও প্রয়োজন। সুস্থ জীবন ধারণ ও মনমানসিকতার বিকাশ গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা উঠতি বয়সী যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে দূরে রাখে। শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে যে আনন্দ পেয়ে থাকে তা পরিপূর্ণ বিকাশের সহায়ক। পড়াশোনার পাশাপাশি মেধা ও মনকে উজ্জীবিত রাখতে প্রয়োজন খেলাধুলা ও শরীরচর্চা। শারীরিক বৃদ্ধি স্বাভাবিক রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেল সুপার আনোয়ারুজ্জামান, কাউন্সিলর খোকন মুন্সি ও ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিনা আক্তার রুবি। গত ৩১ জানুয়ারি রোববার ১৭টি ইভেন্টে শিক্ষার্থীদের, ২টি ইভেন্টে অভিভাবকদের এবং ১টি ইভেন্টে শিক্ষকদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে গতকাল বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।