যুদ্ধাপরাধীদের সন্তানদের চাকরি-ভোটাধিকার বাতিল হবে : মুক্তিযোদ্ধার বিষয়ক মন্ত্রী

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের সন্তানদের সরকারি কোনো চাকরি দেয়া হবে না। চাকরিরতদের বরখাস্ত করা হবে। এমনকি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগও দেয়া হবে না। গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল গো-হাটা মাঠে মুক্তিযোদ্ধা পুর্নবাসন সংস্থা আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, যারা মুক্তিযুদ্ধ ও এদেশের স্বাধীনতা নিয়ে কটাক্ষ করবে, তাদের শাস্তির বিধান রেখে আইন করা হচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার ১০ বছরের শাসনামলে স্বাধীনতা ও বিজয় দিবসের বক্তৃতায় ২০ বার ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও ৩ লাখ নারীর ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে উল্লেখ করেছেন। অথচ তিনিই এখন শহীদের সংখ্যা নিয়ে কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। মোজাম্মেল হক বলেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিপক্ষের দল, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নাই। জামায়াতের রাজনীতি অনতিবিলম্বে নিষিদ্ধ করা হবে। তিনি বলেন, শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসি দিলেই হবে না। তাদের অবৈধ উপায়ে উপার্জিত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। সমাবেশের আগে মন্ত্রী গো-হাটা মাঠ সংলগ্ন নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন।