দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে পৌরভবনে নবনির্বাচিত মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের দফতর সম্পাদক হাতেম আলী, জুড়ানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাসেল আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক রায়হান, কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, দামুড়হুদা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আ. সামাদ, ছাত্রলীগ নেতা আনারুল, সাদ্দাম, লিমন, রোমান, স্বপন, সাজ্জাদ, সাদু, আলমগীর প্রমুখ।