আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মুন্সিগঞ্জ গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রনিকে গ্রেফতার করেছে। গত পরশু রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, উপজেলার মুন্সিগঞ্জ গোবিন্দপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে রনি নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলো। সে লুকিয়ে মাঝে মধ্যে বাড়িতে আসতো। গত পরশু আলমডাঙ্গা থানার এসআই মাসনুন আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়।