আলমডাঙ্গায় দেবর-ভাবীর পরকীয়া : স্বপ্ন ভঙ্গ

স্টাপ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার আইন্দিপুর গ্রামে দেবর-ভাবীর সম্পর্কের সূত্র ধরে পরকীয়ায় লিপ্ত। মৃত সিদ্দিকের ছোট ছেলে দু সন্তানের জনক সুরাব আলী তার বড় ভাই শরিফুল ইসলামের স্ত্রী ৩ সন্তানের জননী শাপলা খাতুনকে নিয়ে মাস খানেক আগে অজানার উদ্দেশে পাড়ি জমায়। অবশেষে কুষ্টিয়া মিরপুর থেকে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে।
ঘটনাসূত্রে জানা গেছে, আইন্দিপুর গ্রামের মৃত সিদ্দিকের ছোট ছেলে দু সন্তানের জনক সুরাব আলী দীর্ঘদিন কাতারে অবস্থানকালে তার বড় ভাই শরিফুল ইসলামের স্ত্রী শাপলা খাতুনের সাথে মোবাইলফোনে কথা বলার এক পর্যায়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শাপলা খাতুন তার দেবর সবুরকে কাছে পাবার জন্য কৌশলে কাজের কথা বলে তার স্বামী শরিফুল ইসলামকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। এক পর্যায়ে তার দেবরকে প্রেমের টানে কাতার থেকে দেশে ফিরিয়ে আনে এবং দুজন একান্তে বসবাস করার লক্ষ্যে বিভিন্ন এনজিও থেকে প্রায় লক্ষাধিক টাকা ঋণ নিয়ে দেবর সুরাব আলীকে নিয়ে মাস খানেক আগে আজনার উদ্দেশে পাড়ি জমায়। দেশের বাইরে থাকা শাপলা খাতুনের স্বামী সবুরের বড় ভাই শরিফুল ইসলাম বিষয়টি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর পারিবারিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। এরই মধ্যে মেয়েকে খুঁজে না পেয়ে শাপলা খাতুনের মা শরিফুলের পরিবারকে মেয়ে ফিরিয়ে দেবার জন্য বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিতে থাকে। শরিফুলের দূর সম্পর্কের ভাইয়ের তথ্যের ভিত্তিতে গতকাল কুষ্টিয়ার মিরপুর থেকে দুজনকে বাড়ি নিয়ে আসা হয়। স্বপ্ন ভঙ্গ হয় তাদের। ঘটনাটি এখন গ্রামের বেরসিক জনতার মুখোরচক খবর হিসেবে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। সংবাদ সংগ্রহকালে শরিফুলের ভাস্তে মিল্টন সাংবাদিকদের হুমকি ধামকি দিতে থাকে ও পত্রিকা অফিসকে দেখে নেবে বলে জানায়।