দামুড়হুদায় ধারের টাকা না দেয়ায় শাশুড়ির ওপর রাগ করে স্ত্রী তালাক

ভ্রাম্যমাণ প্রতিনিধি: শাশুড়ি ধারের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় স্ত্রীকে তালাক দিয়ে প্রতিশোধ নিয়েছেন জামাই আনিছুর রহমান। দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আনিছুর রহমানের অভিযোগ, শাশুড়ি বর্ষা বেগম তার কাছ থেকে ৩ লাখ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে টাকার কথা অস্বীকার করায় ক্ষোভে তিনি তার মেয়েকে তালাক দিয়েছেন।
জানা গেছে, প্রতাপপুর গ্রামের রায়হান উদ্দিনের ছেলে আনিছুর রহমানের সাথে একই উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবোলপুর গ্রামের রেজাউল হকের মেয়ে ঊষার বিয়ে হয় বছরখানেক আগে। পরে শাশুড়ি বর্ষা বেগম তার প্রয়োজনে কয়েক দফায় জামাই আনিছুর রহমানের কাছ থেকে ৩ লাখ টাকা ধার নেন। মাস কয়েক আগে থেকে বর্ষা বেগম টাকা নেয়ার কথা অস্বীকার করতে থাকেন। শেষমেশ জামাই আনিছুর রাগে-ক্ষোভে স্ত্রী ঊষাকে তালাক দিয়ে শাশুড়ির প্রতিশোধ নেন। আনিছুর রহমানের কাছ থেকে জানা গেছে, গতকাল বুধবার তিনি কাজির মাধ্যমে স্ত্রীকে তালাক দেন।