কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামাড়হুদার কার্পাসডাঙ্গা মাঝপাড়ায় বিরোধপূর্ণ খাস জমিতে রাস্তা তৈরিতে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তিনি ঘটনাস্থলে যান।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাঝপাড়ার ৩৫টি পরিবার দীর্ঘদিন যাবত রাস্তার অভাবে গৃহবন্ধী হয়ে বসবাস করছে। একই পাড়ার ইদ্রিস আলীর ছেলে সাহেব আলী আত্তাব ও ফকু রাতের আঁধারে বিরোধপূর্ণ জমির ওপর সীমানা পাঁচিল নির্মাণ করলে ৩৫টি পরিবারের যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দেন।