মহেশপুরের জলুলী সীমান্তে বিজিবির গুলিতে হত্যার বিচার দাবি ও মামলার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে জলুলী সীমান্তে বিজিবির গুলিতে নিহত রফিকুল ইসলাম হত্যার বিচার ও গ্রামবাসীর বিরুদ্ধে বিজিবির মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাটিলা গ্রামবাসী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে বিজিবি ক্যাম্পের পাশে মাটিলা গ্রামে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে উপস্থিত ছিলেন, ইউপি মেম্বার মহিউদ্দীন মহি, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক সালাহউদ্দীন, সভাপতি মহিদুল মাস্টার প্রমুখ। সমাবেশে গ্রামবাসী দোষী ব্যক্তিদের বিচার ও মামলা প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য, ৩১ জানুয়ারি বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে রফিকুল ইসলাম নামের এক গরুব্যবসায়ী নিহত হয়।