জীবননগরের কুলতলায় ঈদগার জমি দখল করে বাড়িঘর নির্মাণের অভিযোগ

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর আন্দুলবাড়িয়ার কুলতলা মাঠপাড়ায় ঈদগা ময়দানের জমি জবরদখল করে বাড়িঘর র্নিমাণ করার অভিযোগ উঠেছে। গত সোমবার গ্রামের অবৈধ দখলদার রহমান ও তার ছেলে সবুজ পাকা ঈদগা ভেঙে বাড়িঘর নির্মাণ করায় এলাকাবাসীর মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে।
এলাকাবাসীর অভিযোগসূত্রে জানা গেছে, প্রায় ৫ কাঠা শত্রু অর্পিত জমির ওপর দীর্ঘ ৩০ বছর যাবত গ্রামবাসী কুলতলা মাঠপাড়ার ঈদগা ময়দানে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছে। যা এলাকায় ঈদগা ময়দান নামে পরিচিত। গত সোমবার সকালে গ্রামের মৃত জাহান আলীর ছেলে রহমান ওরফে রনা ও তার ছেলে সবুজ ঈদগা ময়দানের ইমাম সাহেবের খুতবা পাঠ করার টাইলস দেয়া মিম্বার ভেঙে দিয়ে বসতঘর নির্মাণ করছিলো। এ খবর পেয়ে গ্রামের বিক্ষুদ্ধ জনতা তাদের বাধা দিয়ে বাড়িঘরের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় জনমনে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে আমির হোসেন বাদী হয়ে জীবননগর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে বাড়িঘর র্নিমাণ কেন এ প্রশ্নের উত্তরে অভিযুক্ত রহমানের স্ত্রী ও তার বড় ভাই সোরাবদ্দিন জমিটি তাদের ক্রয়কৃত দাবি করে বলেন, আমাদের ভুল হয়ে গেছে।