দামুড়হুদায় পল্লী বিদ্যুতের জরুরি মাইকিং : বকেয়া বিল আদায় : অচিরেই আবারও অভিযান

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের নিকট থেকে বকেয়া বিলের প্রায় ৭ লক্ষাধিক টাকা আদায় হয়েছে। মেহেরপুর পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বকেয়া বিল পরিশোধের জন্য জরুরি মাইকিং করার পর বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন এড়াতে বেশকিছু গ্রাহক তাদের বকেয়া বিল পরিশোধ করেছেন। গত রোববার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন সংক্রান্ত জরুরি মাইকিং করার পরদিনই ওই বকেয়া বিলের টাকা আদায় হয়।
এ বিষয়ে মেহেরপুর পল্লী বিদ্যুতের দামুড়হুদা অফিস ইনচার্জ মীর্জা গোলাম আজম বলেন, দামুড়হুদা এলাকায় কয়েক লাখ টাকা বকেয়া পড়ে আছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ তথা রাজস্ব আদায়ের লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। মাইকিং করার পরদিন অনেক গ্রাহকই আমাদের অফিসে এসে তাদের বেশকিছু বকেয়া বিল পরিশোধ করে গেছেন। শুধুমাত্র আমাদের অফিসেই আদায় হয়েছে প্রায় সাড়ে ৭ লক্ষাধিক টাকা। এছাড়া দামুড়হুদা রূপালী ও কৃষি ব্যাংকেও বেশ কিছু গ্রাহক তাদের বকেয়া বিল পরিশোধ করেছেন। গত সোমবার বেশ কয়েকজন গ্রাহকের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নও করা হয়েছে। তিনি আরো বলেন, পরিশোধের তুলনায় এলাকায় বকেয়া বিলের পরিমাণ অনেক বেশী। তাই অচিরেই আবারও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালানো হবে।