মুজিবনগরে গুলি করে ইটভাটার ৫ শ্রমিককে অপহরণ : রাতে মুক্তিপণে মুক্ত

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর (এসএমবি) মশিউরের ইটভাটায় গুলি করে ইটভাটার নাইট গার্ড বলাই (৩৫), শ্রমিক কদম আলী (৪০), মোনাজাত (৩৭), মনি (২০) ও রবিউল (৩৫) পাঁচ শ্রমিককে অপহরণ করা হয়। এ সময় নাইট গার্ড বলাই সন্ত্রাসীদের গুলিতে আহত হন। তাকে গতকাল মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে নেয়া হয়েছে বলে জানান ইটভাটা মালিক। গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে এবং রাত ১০টার দিকে ৫ শ্রমিকের মুক্তি মিলেছে বলে জানায় এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, মহাজনপুর (এসএমবি) মশিউরের ইটভাটায় রাতে ৫ শ্রমিক কাজ করছিলেন। এ সময় কয়েক মুখোশধারী সন্ত্রাসী তাদেরকে ঘিরে ধরে। এ সুযোগে নাইট গার্ড বলাই পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে তার হাতে গুলি লেগে আহত হন। এ সময় সন্ত্রাসীরা আহত নাইট গার্ড বলাইসহ ৫ জনকে মহাজনপুর মাঠে নিয়ে রাখে। তবে রাত ১০টায় ৫ শ্রমিককে মুক্তি দেয় সন্ত্রাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, অপহরণের পর তার ইটভাটা মালিকের নিকট মোবাইল নম্বরে মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার এসআই মতিউর রহমান জানান, পুলিশ ৩০ মিনিটের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে। অপহৃত ৫ জনকে উদ্ধার ও সন্ত্রাসীদের আটকে সাড়াশি অভিযান চালায়। ঘটনার ১ ঘণ্টার মধ্যে জনগণের সহযোগিতায় মহাজনপুর মাঠে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা ৫ শ্রমিককে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

Leave a comment