আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কালিদাসপুর দক্ষিণ রিফিউজিপাড়ার সিরাজুল ইসলামের বিরুদ্ধে এক শ্রমিককে বাটামপেটা করার অভিযোগ উঠেছে। ওই শ্রমিক সিরাজুল ইসলামের কাঠছোলার কারখানায় কাজ করতে অস্বীকৃতি জানালে তাকে উপর্যপুরি বাটাম দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার কালিদাসপুর দক্ষিণ রিফিউজিপাড়ার নুরুর ছেলে সিরাজুল ইসলামের (৪০) কাঠছোলার কারখানা রয়েছে আলমডাঙ্গা শহরের হাজিমোড়ে। গত প্রায় ৩ বছর ধরে ওই কারখানায় কাজ করতো রোয়াকুলি গ্রামের সুমন। সে অন্য কারখানায় বেশি মজুরি পাওয়ায় প্রায় ১ মাস আগে সেখানে চলে যায়। গত ৩০ জানুয়ারি আগের কারখানার মালিক সিরাজুল ইসলাম তাকে মোবাইলফোনে জরুরি দরকারের কথা বলে নিজ কারখানায় ডেকে নেয়। সুমন চলে যাওয়ায় তার ব্যবসার অসুবিধা হচ্ছে উল্লেখ করে তাকে আবার ওই কারখানায় যোগ দিতে বলে। এ প্রস্তাবে রাজি না হওয়ায় কারখানার ভেতরে সিরাজুল ইসলাম বাটাম দিয়ে সুমনকে বেদম পেটায়। আশপাশের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় নির্যাতিত সুমনের স্ত্রী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।