স্টাফ রিপোর্টার: প্রথম ম্যাচের জয়েই সুপার লিগ কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সব ম্যাচ জিতে গ্রুপ সেরা হওয়াটা নিশ্চিত করতে চান দলের টেকনিক্যাল উপদেষ্টা স্টুয়ার্ট ল। আর তা হলে কোয়ার্টার-ফাইনালে শক্তিশালী ভারতকে এড়ানো যাবে। গ্রুপ পর্বে বাংলাদেশের সবচেয়ে বড় বাধাটিই ছিলো প্রথম ম্যাচে। সেই লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপে পরের দু বাধা পেরোতে খুব একটা বেড় পাওয়ার কথা নয় মিরাজ-শান্তদের; প্রতিপক্ষ নামিবিয়া ও স্কটল্যান্ড। ল অবশ্য অপেক্ষাকৃত সহজ এ দু প্রতিপক্ষকেও হালকা করে দেখতে নারাজ। প্রথম ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টেকনিক্যাল উপদেষ্টা বলেন, ‘উন্নতির ধারা ধরে রাখতে হবে আমাদের। গ্রুপের অন্য দলগুলিকে খাটো করে দেখলে চলবে না। প্রাপ্য সম্মান সব প্রতিপক্ষকেই দিতে হবে। যদি আমরা এভাবে এগোতে থাকি, ঠিকমত প্রস্তুতি নেই, ভালো ক্রিকেট খেলি, তাহলে অবশ্যই গ্রুপ শীর্ষে থাকতে পারবো। সুপার লিগ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের গ্রুপের সাথে জুড়ে থাকবে গ্রুপ ‘ডি’, যেখানে আছে ভারত ও নিউজিল্যান্ড। ভারতকে মনে করা হচ্ছে এবারের আসরের ‘টপ ফেবারিট’। ভারতকে সম্ভাব্য গ্রুপ চ্যাম্পিয়ন ধরে নিলে কোয়ার্টার ফাইনালে তাদেরকে এড়াতে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা জরুরি।