নিউজিল্যান্ডকে হারিয়ে নেপালের চমক

স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় দিন ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে নেপালের যুবারা। আইসিসির সহযোগী দেশটি ৩২ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। গতকাল বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩৮ রান করে নেপাল। সর্বোচ্চ ৪৮ রান আসে অধিনায়ক রাজু রিজালের ব্যাট থেকে। এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ৬৫ বলের ইনংসটি গড়া ৬টি চারে। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান সন্দিপ সানার ৩৯, আরিফ শেখ ৩৯ ও কুশল ভুর্টেল অপরাজিত ৩৫ রান করেন। নিউজিল্যান্ডের নাথান স্মিথ ৫৮ রানে নেন তিন উইকেট। ভাই ডেল ফিলিপস করেন ৪১ রান। উদ্বোধনী ব্যাটসম্যান রাচিন রবিন্দ্র, ডেল ও ক্রিস্টিয়ান লিওপার্ড ফেরেন রান আউট হয়ে। নেপালের জয়ে বড় অবদান দিপেন্দ্র সিং আইরির; ২৪ রানে তিন উইকেট নেন ১৬ বছর বয়সী এই মিডিয়াম পেসার।