মাথাভাঙ্গা মনিটর: লিওনেল মেসির ব্যক্তিগত নৈপুণ্যই মালাগার বিপক্ষে বার্সেলোনাকে জয় এনে দিয়েছে বলে মনে করেন সতীর্থ হাভিয়ের মাসচেরানো। স্পেনের লা লিগায় গত শনিবার মাঝারি মানের দল মালাগার মাঠে মুনির এল হাদ্দাদির গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে গেলেও ১-১-এ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আদ্রিয়ানোর ক্রস থেকে অসাধারণ এক ভলিতে বার্সেলোনার জয়সূচক গোলটি করেন পাঁচ বারের বর্ষসেরা খেলোয়াড় মেসি।
ম্যাচ শেষে বার্সেলোনার ডিফেন্ডার মাসচেরানো বলেন, মেসিকে দলে পাওয়াটা অনেক বড় একটা সুবিধা। আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস সুয়ারেস ও নেইমারকে দলে পাওয়াটাও যেমন বড় সুবিধা। সাধারণত আমাদের যখন কঠিন সময় আসে, তখন তারা আপনাকে ম্যাচ জয়ের সুযোগ এনে দেবে। অন্য কিছুর চেয়ে আমরা ব্যক্তি নৈপুণ্যের কারণেই জিতেছি। কিন্তু তিন পয়েন্ট পাওয়া দারুণ। জেতাটা গুরুত্বপূর্ণ ছিলো, যোগ করেন মেসির আর্জেন্টিনা দলের সতীর্থ মাসচেরানো।