ওয়েস্ট ইন্ডিজ ও দ. আফ্রিকার যুবাদের ম্যাচ টাই

স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রোমাঞ্চকর ক্রিকেট উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার যুবারা। টাই হয়েছে তাদের উত্তেজনা ছড়ানো ম্যাচটি। বাংলাদেশের গ্রুপ প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ড ২১ রানে হারিয়েছে ফিজিকে। দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ গতকাল রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কুয়াশার কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৫ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
সর্বোচ্চ ৪৫ রান করেন কেসি কার্টি। মাইকেল ফ্রেউ খেলেন অপরাজিত ৩৩ রানের ভালো একটি ইনিংস। ৩০ রানে তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার কনর ম্যাককার। জবাবে ৪ উইকেটে ১৫৩ রানেই থেমে যায় শিরোপাধারী দক্ষিণ আফ্রিকার ইনিংস। আগামী বুধবার এ দলটিই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে। ৫৮ রানে অপরাজিত থাকেন উইয়ান মুল্ডার। এছাড়া দুই উদ্বোধনী ব্যাটসম্যান লিয়াম স্মিথ ৩৯ ও কাইল ৩৩ রানের দুটি ইনিংস খেলেন।