স্টাফ রিপোর্টার: বিটিসিএল’র চুয়াডাঙ্গায় ইন্টারনেট সংযোগ মানেই বিড়ম্বনা। ইন্টারনেট কানেকশন থাকুক আর না থাকুক মাসে সাড়ে পনেরশ গুণতে হবে। অভিযোগ অনুযোগের তেমন সুযোগই মিলছে না। অথচ থাকছে না ইন্টারনেট সংযোগ। একাধীক গ্রাহক অভিযোগ করে বলেছেন, গত ৪ দিনের পর্যালোচানায় দেখা গেছে অধিকাংশ সময়ই বিটিসিএল’র ইন্টারনেট পাওয়া যায়নি। গতকালও ছিলো সিংহভাগ সময়ে। রাতেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিটিসিএল’র ইন্টারনেট পাওয়া যায়ন। কেনো? তা জানারও জো নেই। সবই নাকি কুষ্টিয়া আর ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয়। চুয়াডাঙ্গায় বিটিসিএল’র একজনকে ফোন করে জানালে তিনি বলেন, বিষয়টি তো আমার নয়, বাড়তি দায়িত্ব পালন করছি। ওপরে জানিয়ে দেখা যাক কোনো প্রতিকার মেলে কি-না। এই দশার মধ্যে বিটিসিএল’র চুয়াডাঙ্গাস্থ গ্রাহক সাধারণ ক্ষোভের আগুনে ফুসছে। বিষয়টির দিকে ঊর্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি দেয়া দরকার বলে ভুক্তভোগী গ্রাহকেরা অনুরোধ জানিয়েছেন।