দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা দশমী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন দামুড়হুদার উদ্যোগে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে চুয়াডাঙ্গা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাজি মাও. শফিকুল ইসলাম। ওয়াজিন ছিলেন দর্শনা কেরুজ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি গোলাম কিবরিয়া, ছোটবলদিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাও. জিয়াউর রহমান ও জয়রামপুর কলোনীপাড়া জামে মসজিদের খতিব মাও. মো. আবুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন দামুড়হুদা উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. জালাল উদ্দিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মডেল কেয়ার টেকার আসাদুজ্জামান।