স্টাফ রিপোর্টার: চমৎকার আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় এবারের কারা সপ্তাহ পালন সম্পন্ন হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার রাতে প্রীতিভোজ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে যেমন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গানে গানে মাতিয়ে তোলেন সকলকে, তেমনই জেল সুপার বাঁশি বাজিয়ে মাতিয়ে তোলন উপস্থিত দর্শক স্রোতা সকলকে। গত ২০ জানুয়ারি থেকে কারা সপ্তাহ শুরু হয়ে আগামিকাল মঙ্গলবার কারা সপ্তাহের সমাপনী। গতকাল রোববার রাতে আয়োজিত অনুষ্ঠান মালায় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ শিরিন কবিতা আকতার, জেলা প্রশাসক সায়মা ইউনুস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নয়ন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, বিএমএ’র সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, ভারপ্রাপ্ত আরএমও ডা. মাসুদ রানা, এনডিসি মুনিবুর রহমান, সহকারী কমিশনার ফারজানা খানম, সহকারী কমিশনার সৈয়দা নাফিস সুলতানা, সহকারী কমিশনার টুকটুক হালদার, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, সহসভাপতি অ্যাড. রফিকুল ইসলাম ও কার্যকরী সদস্য শাহ আলম সনি এ সময় উপস্থিত ছিলেন। জেল সুপার মো. আনোয়ারুজ্জামান অতিথিদেরকে স্বাগত জানান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলার সোহেল রানা বিশ্বাস। অনুষ্ঠানে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড.এবিএম মাহমুদুল হক গান পরিবেশন করে দর্শকদের প্রশংসা কুড়ান। এছাড়া জেল সুপার মো. আনোয়ারুজ্জামান বাঁশি ও প্রধান কারারক্ষী জাহান্দার হোসেন গান পরিবেশন করে দর্শকদের মন মাতান। অনুষ্ঠানে কারারক্ষী ছাড়াও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
কার সপ্তাহ অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ শিরিন কবিতা আকতার বলেন,‘ এ ধরণের অনুষ্ঠান মহতী উদ্যোগ। যারা সার্বক্ষণিক কাজ নিয়ে থাকেন, তাদের বিনোদন দরকার। এমন শুভ উদ্যোগে প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে । এতে কারাগারকে সংশোধনাগার করায় সহায়তা হবে।’ এ সময় জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন‘ কারাগারে বন্দীদের জন্য বিনোদন, পড়াশোনা, নামাজ, খেলাধুলা , বাগান পরিস্কার পরিচ্ছন্ন যারা করেন তাদের জন্য এসব আয়োজন উদ্দিপনা সৃষ্টি করবে।’ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন,‘ কারা সপ্তাহ সফল হোক এবং সকলকে অভিনন্দন জানাই।’