চুয়াডাঙ্গায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার

???????????????????????????????

দেশের অসহায় নিপীড়িত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় সোনালী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখা চত্বরে কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) প্রোগ্রামের আওতায় সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও ২০১৫ সালের মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস চুয়াডাঙ্গার ডেপুটি জেনারেল ম্যানেজার আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার এজিএম কেএম রেজাউল ইসলাম, নবাগত এজিএম মাহবুবুর রহমান, প্রিন্সিপাল অফিস চুয়াডাঙ্গার এজিএম রফিকুল ইসলাম। সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, বঙ্গবন্ধু পরিষদ সোনালী ব্যাংক প্রিন্সিপাল কমিটি চুয়াডাঙ্গা শাখার সভাপতি নজির আহমেদ, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (বি-২০২) প্রি-কমিটি চুয়াডাঙ্গা শাখার সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাসহ শিক্ষাবৃত্তি গ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ ও কম্বল গ্রহণকারী দুস্থ শীতার্ত জনসাধারণ।
এ সময় বক্তব্যে প্রধান অতিথি বলেন, শীতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। এ অসহায় ও দুস্থ মানুষের শীত কিছুটা নিবারণে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মত সোনালী ব্যাংকের এ উদ্যোগ প্রশংসনীয়। দেশে থেকে দারিদ্র দূরীকরণ এবং সুবিধা বঞ্চিত জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে শিক্ষার গুরুত্ব বিবেচনা করে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের চুয়াডাঙ্গাসহ দেশ ব্যাপী শিক্ষাবৃত্তি প্রদান একটি মহৎ উদ্যোগ। তবে এসব কার্যক্রমে সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে সমাজ থেকে নিরক্ষরতা ও দারিদ্র দূর করা সম্ভব। পরে ১’শ জন দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং ১৯ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ।