মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিতসভা গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাড. তাপন পাল ও কেন্দ্রীয় কমিটির সহদফতর সম্পাদক আজিজুল হক আজিজ। উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জজ আলাদতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক শ্বাশত নিপ্পন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক মতিউর রহমান মতিন, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ইবনে মামুন, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, মুজিবনগর উপজেলা স্বেচ্ছা লীগের আহ্বায়ক শেখ মিসকিন প্রমুখ।