সভাপতি গোকুল সর্দার, সম্পাদক রতন কুমার
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাজ্ঞ কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার দুপুরে মুক্তিপাড়া চুয়াডাঙ্গা জেলা শাখা কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে মুক্তিপাড়া চুয়াডাঙ্গা জেলা শাখা কার্যালয়ে আদি বসতি ভূইমালী হরিজন সঙ্ঘের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাবেক সভাপতি শ্রী গোকুল সর্দার ভূইমালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব শ্রী রম্ভু নাথ বাঁশফোর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য শ্রী জিতেন বাঁশফোর, শ্রী দুলাল সর্দার ভূইমালী, রামচন্দ্র বাঁশফোর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আদি বসতি ভূইমালী হরিজন সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী লক্ষণ ভূমালী, শ্রী রাম প্রসাদ বাঁশফোর, অরুপ সর্দার ভূমালী, হৃদয় ভূমালী, দয়াল সর্দার ভূঁমালী। আলোচনা শেষে মুক্তিপাড়ার শ্রী গোকুল ভূমালীকে সভাপতি এবং দর্শনার রতন কুমারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন, সহসভাপতি শ্রীকান্ত সর্দার ভূমালী ও লক্ষণ সর্দার ভূমালী, যুগ্মসম্পাদক রঙ্গলাল বাঁশফোর ও অনুণ ভূমালী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব ডোম, প্রচার সম্পাদক, শ্রী মোহন ভূমালী, শিক্ষা ও পরিচলনা সম্পাদক শাওন সর্দার, অর্থ সম্পাদক প্রদীপ ভূমালী, সমাজকল্যাণ সম্পাদক আকবর বাঁশফোর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুভল ভূমালী, মহিলা সম্পাদিকা মালা রানী ভূমালী, কার্যকরী সদস্য, বিপ্লব ভূমালী, ঝন্টি ভূমালী, অনুপ ভূইমালী, লিটন ভূমালী, আশিক ভূমালী, আশিক কুমার ডোম এবং কৃষ্ণ ভূমালী। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাওন কুমার সর্দার।