ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ৩ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) সুমী মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন। দণ্ড প্রাপ্তরা হলেন, শৈলকুপা পৌর এলাকার মৃত গোলাম সরোয়ারের ছেলে কুসুম শেখ (৪৫), মির্জাপুর ইউনিয়নের হুদামাইলমারী গ্রামের মৃত নিহাল উদ্দিন সর্দারের ছেলে সালামত সর্দার (৫০) ও একই ইউনিয়নের চড়িয়া গ্রামের মৃত রায়হান উদ্দিন বিশ্বাসের ছেলে জামিরুল ইসলাম।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার সকালে শৈলকুপা থানা পুলিশের এস,আই এমদাদ হোসেন ও মেহেদী হাসান অভিযান চালিয়ে তিন মাদকসেবীদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরো জানান, এরপর বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের কারাদণ্ড প্রদান করা হয়। বিকালে দণ্ডিতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।