ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বোমা হামলায় তিন যুবক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার ছোট কামারকুণ্ডু এলাকার একটি খেজুর বাগানে রস পাহারা দিচ্ছিলেন তিন যুবক। রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এ যুবকদের লক্ষ্যে করে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে স্থানীয় সাদেক আলীর ছেলে সুমন (২০), মুন্সি মিয়ার ছেলে ইকবাল হোসেন (৩৫) ও সরোয়ার হোসেনের ছেলে জাফর (২২) গুরুতর আহত হন। এদের মধ্যে সুমন ও জাফরের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।