স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মোহাম্মদী শপিং কম্পপ্লেক্সের মার্কেটের নাইট গার্ড আতিয়ার রহমানকে (৪৬) রড দিয়ে পিটিয়ে জখম করেছে চুয়াডাঙ্গা বাগানপাড়ার চিহ্নিত এক চোর।
মোহাম্মদী শপিং কম্পপ্লেক্স সংলগ্ন এ রহমান ট্রের্ডাসের সত্বাধিকারী আব্দুল গফুর লুলু জানান, গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে আমার দোকানের তালা ভেঙে চুয়াডাঙ্গা বাগানপাড়ার নয়ন চোর ভিতরে প্রবেশ করে এবং তার দু-সহযোগী বাইরে অবস্থান করছিলো। এ সময় মার্কেটের নাইটগার্ড আতিয়ার রহমান টহল দেয়ার সময় দোকানের বাইরে থাকা দু- সহযোগী চোর পালিয়ে যায়। দোকানের তালা ভাঙা ও মালামাল ছড়ানো ছিটানো দেখে নাইট গার্ড চোর চোর বলে চিৎকার দিতে থাকে। এ সময় দোকানের মধ্যে থাকা নয়ন চোর বেরিয়ে এলে নাইট গার্ড আতিয়ার তাকে জাপটে ধরতে যায়। এ সময় নয়ন চোর রড দিয়ে নাইটগার্ডের মাথায় আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ৩টি সেলাই দেয়া হয়েছে। রক্তাত নাইট গার্ড আতিয়ার জানান, আমি নয়ন চোরকে চিনে ফেলায় সে আমার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় এ রহমান ট্রেডার্সের মালিক আব্দুল গফুর অভিযোগ দায়ের করেছেন।