হালসা প্রতিনিধি: কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউপির প্রস্তাবিত আলহাজ তাহাজ উদ্দীন ট্রাস্টের উদ্যোগে আমবাড়িয়া ইউপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিএসসি-জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার হালসা আদর্শ ডিগ্রি কলেজ অডিটরিয়াম হলরুমে আলহাজ তাহাজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি প্রদান করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন- আজকের শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার, দেশ গড়ার মহান ব্রত নিয়ে মনোযোগ সহকারে পড়ালেখা করতে হবে। এই হালসা এলাকার জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীরা এক সময় এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। থাইল্যান্ড প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ প্রবাসে থাকলেও হৃদয় মন প্রাণ আত্মায় ভালবাসা জড়িয়ে আছে হালসার মানুষের জন্য। তাই প্রবাসে থাকার পরও হালসা এলাকার প্রায় ৮০জন মেধাবী জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করার ব্যবস্থা করেছে। আমবাড়ীয়ায় এই বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান প্রথম। বিশেষ অতিথি ছিলেন- মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জিয়াউল হক হিরা, হালসা আদর্শ ডিগ্রিকলেজের উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, আমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ আমবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল বারী টুটুল, কুষ্টিয়া জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, আমবাড়ি ইউপি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ শিলু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুসা। এ সময় উপস্থিত ছিলেন হালসা কেজি স্কুলের পরিচালক রহিদুল ইসলাম, হালসা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক খোন্দকার মজিবুল হক কাল্লু, হালসা আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক শামসুজ্জামান বাদল, হালসা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম, ব্র্যাক স্কুল, ভেদামারীর শিক্ষিকা মুন্নি আক্তার, আমবাড়িয়া ইউপি যুব লীগের সাধারণ সম্পাদক শ্রী মুকেশ কুমার। সার্বিক আয়োজনে আবুল কালাম আজাদ থাইল্যান্ড প্রবাসী, অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুল ইসলাম ও মিলন আলী।