কোটচাঁদপুরে ভূমি জোনিং বিষয়ে কর্মশাল : পরিকল্পিত ভূমি ব্যবহারের ওপর গুরুত্বারোপ

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার ভূমি জোনিং বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল। প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কফিলউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভূমি জোনিং প্রকল্পের ন্যাশনাল কনসালটেন্ট আ. সাত্তার, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) খলিলুর রহমান ও প্রকল্পের জিআইএস এবং আরএস বিশেষজ্ঞ মো. মাহবুবুর রহমান। ইউনিয়ন ভিত্তিক জোনিং ম্যাপের ওপর বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাতুন, পৌর প্যানেল মেয়র ফজলুর রহমান, উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন, মৎস্য কর্মকর্তা মো. আলাউদ্দিন, কুশনা ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম খান টিটো, বলুহর ইউপি চেয়ারম্যান শাহ আলম, সাবদারপুর ইউপি চেয়ারম্যান আজগার আলী, দোড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও প্রেসক্লাব সভাপতি শেখ নজরুল ইসলাম। কর্মশালায় জাতীয় ভূমি জোনিং প্রকল্প পরিচিতি এবং উপজেলার বর্তমান ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্যাদি, সম্ভাবনা ও খসড়া ভূমি জোনিং ম্যাপ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেরা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা।