দামুড়হুদার ফুলবাড়ির ভণ্ড কবিরাজ মামুন কোটিপতি : আসল ব্যবসা নকল ওষুধ

স্টাফ রির্পোটার: দামুড়হুদা ফুলবাড়ির ভণ্ড কবিরাজ মামুন রাতারাতি কোটিপতি। আসল ব্যবসা মাদক না নকল ওষুধ এবং দুই সহধর্মিণীকে তালাক দিলে একদিনে এলাকায় আলোড়ন সৃষ্টি করলো ভন্ড কবিরাজ মামুন। ফুলবাড়ি গ্রামের আরজুল্লাহ কামারের ছেলে মামুন কবিরাজি করে হয়েছে কোটিপতি। পর্দার আড়ালে রয়েছে জমজমাট মাদক ব্যবসা ও নকল যৌন উত্তেজনা টেবলেট। এলাকাবাসী সূত্রে জানাগেছে ফুলবাড়ি গ্রামের আরজুল্লাহ কামারের ছেলে মামুন কবিরাজ (৩৭) কবিরাজির আড়ালে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে নকল ওষুধের ব্যবসা । লম্পট মামুন কবিরাজ ফুলবাড়ি থেকে সদাবরি এসে স্ত্রী নিয়ে ঘরবাড়ি তৈরী করে বসত করতে থাকে, সকলের চোখ ফাকি দিয়ে কবিরাজির ফাদ পেতে চালাতে থাকে জমজমাট নকল ওষুধের ব্যবসা। অল্প দিনেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গিয়ে কার্পাসডাঙ্গায় ইউনিয়ন পরিষদের পিছনে প্রায় অর্ধকোটি টাকায় কেনে ভিটা জমি। কবিরাজ মামুনের ঘরে বিবাহিত স্ত্রী থাকা সত্বেও চরিত্রহীন লম্পট মামুন বেশ কয়েক মাস পূর্বে সদাবরি গ্রামের ১ গরীবের কন্যাকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে । এতে করে মেয়েটি অন্তসত্বা হয়ে পড়লে মামুন কবিরাজ পড়ে যায় বেকায়দায় । পরে ১ লক্ষ টাকা দিয়ে আপোষ মিমাংসা করে পার পেয়ে যায় মামুন কবিরাজ। তারপর মামুন কবিরাজ ফুসলিয়ে ২য় বিয়ে করে আর একটি মেয়েকে। মামুন কবিরাজের মাদক ব্যবসা ও লাম্পট্যর কাহিনী বেশ কয়েকটি স্থানীয় পত্রিকা সহ এলাকায় ব্যপক জানাজানি হলে মামুন কবিরাজ কৌশলে কার্পাসডাঙ্গা বাজারে মাছের আড়তের পাশে ঔষধের দোকান দিয়ে চালাতে থাকে বড় ডাক্তারি ও নকল উত্তেজনা টেবলেট। মামুন কবিরাজের কোন ফার্মাাসিষ্ট ও ডাক্তারি সার্টিফিকেট না থাকলেও মামুন কবিরাজ প্রায় ২০লক্ষ টাকা দিয়ে কার্পাসডাঙ্গা বাজারে ওষুধের বড় দোকান দিয়ে বসেছে। মামুন মাত্র কয়েক বছরে বনে যায় কোটি পতি। গত কয়েক দিন পূর্বে অবৈধ টাকার গরমে একই সাথে একই দিনে ২স্ত্রীকে তালাক দিয়ে এলাকায় ব্যপক আলোড়ন সৃষ্টি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামুন কবিরাজ ২য় স্ত্রীকে আপোষ মিমাংসার মাধ্যমে তালাক কার্যকর করার জন্য গতকাল সোমবার সকালে ফুলবাড়িতে বসে ও বিয়ের বৌ ন্যায় বিচার পাওয়ার আশায় বর্তমানে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছে। এলাকার সচেতন ও সাধারন মানুষের দাবী ভন্ড কবিরাজ মামুনকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চুয়াডাঙ্গা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।