স্টাফ রিপোর্টার: আগের ম্যাচে শ্রীলঙ্কার জয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো বাংলাদেশের। নেপালের সাথে গোলশূন্য ড্রয়ে ‘এ’ গ্রুপের সেরাও হলো মারুফুল হকের দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার প্রথম ম্যাচে মালয়েশিয়াকে শ্রীলঙ্কা হারানোয় বাংলাদেশ ও নেপাল পেয়ে যায় সেরা চারে খেলার টিকেট। দিনের দ্বিতীয় ম্যাচটি ছিলো তাই গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ওঠার লড়াই। তিন ম্যাচে সমান পাঁচ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হলো মামুনুলরা; রানারআপ নেপাল।