মেহেরপুর বাসস্ট্যান্ড চাররাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে বাস্তুহারা লীগের বিক্ষোভ

মেহেরপুর অফিস: মেহেরপুর বাস্তুহারা লীগের এক সদস্যকে আটকের প্রতিবাদে শহরের বাসস্ট্যান্ড চাররাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বাস্তুহারা লীগ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা বাস্তুহারা লীগের সভাপতি ফিরোজ আলীর নেতৃত্বে প্রায় ঘণ্টাব্যাপি টায়ার জ্বালিয়ে ওই বিক্ষোভ করা হয়। এ সময় মেহেরপুর-মুজিবনগর সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকি, কার্যকরি সভাপতি রাহুল হোসেন রাকা, সদর থানা বাস্তুহারা লীগের সভাপতি সোহেল আহম্মেদ, সাধারণ সম্পাদক এসএম রাসেলসহ বাস্তুহারা লীগের সদস্যরা। জেলা বাস্তুহারা লীগের সভাপতি ফিরোজ আলী বলেন, বিদ্যুত নামের বাস্তুহারা লীগের এক সদস্যকে গত বৃহস্পতিবার দুপুরে শহরের চক্রপাড়া জামে মসজিদ এলাকা থেকে সদর থানা পুলিশ আটক করে। তাকে আটকের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে তাদের এ বিক্ষোভ। এদিকে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব সাংবাদিকদের জানান, কতিপয় উশৃঙ্খল যুবক বৃহস্পতিবার সকালে মেহেরপুর বীজ প্রত্যায়ন কেন্দ্রে গিয়ে শ্রমিকদের কাজে বাধা দেয় এবং কাজ শেষে তারা বাইরে গেলে তাদের মারধর করে। এ ঘটনার শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যুত নামের ওই যুবককে আটক করা হয়েছে।
গতরাতে মেহেরপুর সদর থানা পুলিশ জানিয়েছে, আটক বিদ্যুতকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানিয়েছে মেহেরপুর সদর উপজেলার টেংগারমাঠ কাজিপুরপাড়ার জিল্লুর রহমান বাদী হয়ে চাঁদাবাজীসহ কয়েকটি ধারায় জেলা বাস্তুহারা লীগের সভাপতিসহ মোট ১১ জনকে আসামি করে মামলা করেছেন।