স্টাফ রিপোর্টার: ক্রিকেটে টেস্ট ফরম্যাটের কোনো বিকল্প নেই। কিন্তু বাধ্য হয়েই বাংলাদেশ টি-টোয়েন্টি খেলছে বলে জানালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি জানান, ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ও এশিয়া কাপকে সামনে রেখে টি-টোয়েন্টি অনুশীলনটাও প্রয়োজন।
জিম্বাবুয়ের বিপক্ষে আজ শুক্রবার শুরু হতে যাওয়া সিরিজে শুধু টি-টোয়েন্টিই রাখা হয়েছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায়। আগের ভাবনা অনুযায়ী, এ সিরিজে হওয়ার কথা ছিলো ৩ টেস্ট। পরে কমিয়ে করা হয়েছিলো ২ টেস্ট। সেটিও কমে হয়ে গিয়েছিলো ১ টেস্ট। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে কোনো টেস্টই খেলছে না বাংলাদেশ। এটা নিয়ে ক্রিকেট আঙিনায় আলোচনা-সমালোচনা হয়েছে অনেক।