আর্জেন্টিনা-উরুগুয়েসহ ৫ দলের জরিমানা

মাথাভাঙ্গা মনিটর: ম্যাচ চলার সময় গ্যালারিতে সমর্থকরা সমকামী বিদ্বেষী স্লোগান দেয়ায় জরিমানা গুণতে হচ্ছে আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকার আমেরিকার পাঁচটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে। ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বের চারটি ম্যাচে এ ঘটনা ঘটানোর কারণে চিলিকে ৪৮ হাজার ৭৩ পাউন্ড জরিমানা করে ফিফা। আর্জেন্টিনা, মেক্সিকো, উরুগুয়ে ও পেরুকে জরিমানা করা হয় ১৩ হাজার ৭৩৫ পাউন্ড করে। এছাড়া একই ধরনের অপরাধের অভিযোগে হন্ডুরাসের ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা।
ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে চারটি ম্যাচে চিলির সমর্থকরা সমকামী বিদ্বেষী স্লোগান দেয়ায় এই শাস্তি পায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। পেরু আর উরুগুয়ের সমর্থকরাও চিলির বিপক্ষে ম্যাচে এ স্লোগান দিয়েছিলো। আর আর্জেন্টিনার সমর্থকরা এ কাজ করেছিলো ব্রাজিলের বিপক্ষে ম্যাচে। অন্য ঘটনাটি ঘটে মেক্সিকো ও এল সালভাদরের খেলায়।