বাহরাইনের সাথে ড্র করেছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাহরাইনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গতকাল রোববার বিকেলে যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে ছিলো লাল-সবুজের জার্সিধারীরা। কিন্তু বেশিক্ষণ তা স্থায়ী হয়নি।
ম্যাচের ১৮ মিনিটে ইউসুফ সিফাতের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ৫ মিনিট পরেই গোল পরিশোধ করে বাহরাইন। অধিনায়ক জসিম-আল-শেখ নিজে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষক জিয়াউর রহমানকে পরাস্ত করেন। বাকি সময়ে কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে ১-১ গোলে ড্র করে উভয় দলকেই মাঠ ছাড়তে হয়।