কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে কুড়ুলগাছি ক্রিকেট একাদশ কার্পাসডাঙ্গা একাদশকে ২ উইকেটে পরাজিত করেছে। গতকাল রোববার বেলা ৩টায় কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট খেলায় কার্পাসডাঙ্গা একাদশ প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৭৮ রান করে। দলের পক্ষে ফটিক ৪০ রান করে। পরে কুড়ুলগাছি ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। খেলাটি পরিচালনা করেন সিহাব ও রিয়াদ।