দামুড়হুদার নতিপোতা ইউপির সাবেক মেম্বার লিয়াকত জেলহাজতে

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লিয়াকত মেম্বারকে (৫৫) জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার দিনগত রাতে দামুড়হুদা মডেল থানার এসআই নাসিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে একটি প্রতারণা মামলায় গ্রেফতার করেন। গতকাল শনিবার পুলিশ গ্রেফতাকৃত লিয়াকত আলীকে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, সাবেক ইউপি সদস্য রিয়াকত আলী দামুড়হুদা উপজেলার কুনিয়া চাঁদপুরের আবু বক্কারের ছেলে জসিম উদ্দিন এবং একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম ওরফে নজুর কাছ থেকে বিদেশ পাঠানোর নাম করে ২০১৩ সালের ২০ অক্টোবর সাড়ে ৪ লাখ টাকা নেয়। পরবর্তীতে তাদেরকে বিদেশে না পাঠিয়ে ওই টাকা আত্মসাতের চেষ্টা করে। নীরিহ দু কৃষক জসিম ও নজু ২ বছর অপেক্ষার পর টাকা ফেরত না পেয়ে জসিম বাদী হয়ে বৈদেশিক কর্মস্থান অভিবাসন আইন ২০১৩’র ৩১ (ক,খ,গ,ঘ) এর ৩০, ৩৪, ৩৫ ধারায় আদালতে মামলা করেন। ওই প্রতারণা মামলায় দামুড়হুদা থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।