নরসিংদীতে ট্রেন লাইনচ্যুত, নিহত ২

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নরসিংদী রেলস্টেশনের সিগন্যালে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপর ডাবল লাইন দিয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটসহ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে রেলপথের পুরোনো লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। তবে নতুন লাইন দিয়ে এখনো ট্রেন চলাচল বন্ধ আছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি নরসিংদীতে যাত্রাবিরতি করে। ট্রেনটি স্টেশনের হোম সিগন্যাল অতিক্রম করার সময় বিকট শব্দে ইঞ্জিনটি বাঁ দিকে উল্টে যায়। একই সাথে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলেই ইঞ্জিনের নিচে চাপা পড়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি নিহত হয়। দুর্ঘটনা কবলিত ইঞ্জিন থেকে চালকসহ ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটসহ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ট্রেনের ইঞ্জিন চাপা পড়ে দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ের পূর্বাঞ্চলীয় সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও ঢাকা থেকে পৃথক দুইটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসছে। তাছাড়া প্রাথমিকভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নিয়ে উদ্ধার কার্যক্রম চলছে।