অপুষ্টি সামগ্রিক উন্নয়ন প্রয়াসের পথে অন্যতম অন্তরায়

গবেষণা জরিপে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের দারিদ্র্যের মাত্রা হ্রাস পেলেও অপুষ্টির চিত্র এখনও ভয়াবহ অবস্থায়। দৃশ্যত দারিদ্র্য ও অপুষ্টি একে অন্যের পরিপূরক হলেও অপুষ্টির সাথে সচেতনতার একটি গভীর সম্পর্ক রয়েছে।
বিভিন্ন সময়ে পরিচালিত জরিপে উঠে আসা তথ্য উপাত্তে জানা যায়, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ৪০ শতাংশ শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম। যার জন্য অপুষ্টিই দায়ী। অপুষ্টি সামগ্রিক উন্নয়ন প্রয়াসের পথে অন্যতম অন্তরায়।
একটি দেশ সমৃদ্ধ হয় তার নিজস্ব মানবসম্পদে। অপুষ্টি সেই শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের পথকে রুদ্ধ করে দেয়। সুতরাং অপুষ্টি নিয়ে অবহেলার অবকাশ নেই। তাই অপুষ্টি নিরসনে পরিকল্পনা সুদূরপ্রসারী ও নিবিড় হওয়া আবশ্যক।