চুয়াডাঙ্গা মেহেরপুরে তীব্র শীত : দুস্থ শীতার্তদের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণ

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ দেশের উত্তরাঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। দিনের অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকায় শীতের প্রকোপ বাড়ছে। রাতে অবশ্য ব্যারোমিটারে সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেলেও উপলব্ধি হচ্ছে না, বরঞ্চ তীব্র শীতে দুস্থদের জীবন ওষ্ঠাগত হয়ে উঠছে। গতকাল চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল যশোরে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে শীতে দুস্থ শীতার্তদের দুর্ভোগ লাঘবে চুয়াডাঙ্গা মেহেরপুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে বলেছে, দেশের নদী অববাহিকায় রাতে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারের। রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তা ছাড়া দিনের আবহওয়া মূলত অনেকটাই অপরবির্তত থাকবে। গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ৭ এবং সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, চুয়াডাঙ্গা শাখা গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির পরিচালক শাহরিন হক মালিক, মার্কেন্টাইল ব্যাংক, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন, ব্যবসায়ী জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, আহসান হাবিব জোয়ার্দ্দার, অহিদুল ইসলাম জোয়ার্দ্দার, সোহরাব হোসেন জোয়ার্দ্দার, সিরাজুল ইসলাম আসমান, মিরাজুল ইসলাম কাবা, ওয়ালিউল ইসলাম জোয়ার্দ্দার পাভেল, মুজাহিদুর রহমান লোটাস, মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিক, তারেক সহ আরও বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অপরদিকে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্দোগে গরিব ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার সংগঠনের চুয়াডাঙ্গা বোয়ালমারিস্থ জেলা কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা বিভাগীয় মহাসচিব আক্তারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন মুনজুরুল হক চাঁদ মিয়া, অ্যাড. মসলেম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, শাকারুদ্দীন আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, আমাদের দেশে এখন কোনো খাবারের হাহাকার নেই, দেশ এখন দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আজ যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি তারাও সুস্থভাবে জীবনযাপন করছে। দেশের সকল মানুষ যাতে পুষ্টিখাদ্য খেয়ে উন্নত চিকিৎসা পেয়ে নিরাপদে সুস্থভাবে জীবনযাপন করতে পারে তার জন্য সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগোয়ান ইউনিয়ন পরিষদের আয়োজনে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন এ কথাগুলো বলেন। বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সদস্য আব্দুল মোমিন চৌধুরী, মুজিবনগর উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন আ.লীগের সভাপতি মজিবুর রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউপি সদস্য সোনালউদ্দীন।
এদিকে মেহেরপুর গোভীপুর মা মিনা কিন্ডারগার্ন্টেন প্রতিষ্ঠানের আয়োজনে এলাকার ৫৩জন দুঃস্থ পাগলদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোভিপুর গ্রামের এ প্রতিষ্ঠান চত্বরে কম্বল বিতরণ করা হয়। প্রতিষ্ঠান পরিচালক মাসুম পারভেজ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ বুড়িপোতা ইউনিয়ন সভাপতি শাহাজামাল চৌধরী। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠান উপদেষ্টা মা মিনা উম্মে সালেহা।
মেহেরপুর অফিস আরো জানিয়েছে, মেহেরপুর সদর থানা ছাত্রলীগের উদ্যোগে মেহেরপুরের বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহরের হোটেলবাজার শাহ আলম পৌর মার্কেটের মধ্যে ওই কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মধ্যে ওই কম্বল বিতরণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিকার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফিজুর রহমান পোলেন, সদর থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রিংকু মাহমুদ, শহর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারিক হোসেন, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদুল আলম মিথেন, সাবেক যুগ্ম সম্পাদক সাঈদুর রহমান, সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক কুদরত-ই খোদা রুবেল, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।