ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি হিসেবে নেতাকর্মী ও ছাত্রছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী সংবলিত বই বিতরণ

বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে চুয়াডাঙ্গা জেলা আ.লীগের কার্যালয়ে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নিজের লেখা ও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সংগ্রহে বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি সবার হাতে তুলে দেন হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, যুবলীগ নেতা গোলাম মোস্তফা লালা, সিরাজুল ইসলাম আসমান, রেজাউল করীম, রাশিদুজ্জামান বাকী, হাফিজুর রহমান হাপু, টুটুল. চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।