যশোরে ব্যবসায়ী বাপ্পী হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার: যশোরের চাঁচড়ার ব্যবসায়ী আমিনুর রহমান বাপ্পী হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক জানান।
দণ্ডপ্রাপ্তরা হলো সুমন চৌধুরী, রায়হান, রকি, সবুজ, সোহাগ, জাহাঙ্গীর ও নাহিদ আলম নয়ন। এদের সবার বাড়ি যশোর জেলায়। একইসাথে তাদেরকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, ২০১২ সালের ১১ মার্চ দুপুর ১টার দিকে যশোরের চাঁচড়া ডালমিল মোড় এলাকায় মাটি ও বালু ব্যবসায় বিরোধের জেরে আমিনুর রহমান বাপ্পীকে কুপিয়ে খুন করা হয়। ওই দিন রাতে বাপ্পীর বাবা মো. মনির হোসেন মনি বাদী হয়ে ৮ জনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৬ ডিসেম্বর ৯ জনের বিরুদ্ধে করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় বলে জানান এনামুল হক